রংপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাজিদুল ইসলাম সাজিদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সাজিদ নগরীর মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে। সে নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সাজিদ মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছিল। গত শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পাননি। পরে ঘরের জানালা খুলে তারা সাজিদের মরদেহ দেখতে পান। সাজিদ ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘এই পৃথিবীটা না অনেক বড় সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে। খারাপ হওয়া।ঠিক দুনিয়াটা যত বড়, তোমাকে অতটাই ভালবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা? বিয়ে করে আমাকে একটাবার জানাইলা না। কী এমন দোষ করেছিলাম, এত বড় শাস্তি দিলা? ভাল থাকো। আল্লাহ হাফেজ।’ এর আগে গত ১৯ জুলাই সাজিদ ফেসবুকে লেখেন, ‘তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। তুমি চলে গেছো ৫ দিন হয়ে গেল কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না।’
তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, ‘প্রেমঘটিত বিষয়ে সাজিদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় সাজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/ফারজানা