জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ জুলাই- ২৯ জুলাই) উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য ২০২২ উদযাপন কমিটির সভাপতি শীতেষ চন্দ্র সরকার। সম্মেলনে প্রেস ব্রিফিং করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব মো. সিরাজুস সালেহীন।
তিনি মৎস্য খাতের নানা উন্নয়ন ও সপ্তাহব্যাপী নানা কর্মসূচি তুলে ধরেন। 'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এসময় সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, মোস্তফা খান, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ