জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মৎস্য অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মহীউদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হালদার ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাঈদ শাহরিয়ার প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং জেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জয়পুরহাট জেলায় এবছর ২১ হাজার ৮ মেট্রিক টন চাহিদার বিপরীতে ২৫ হাজার ৪০০ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই