আজ শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফে ২৩ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপিত হচ্ছে। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবার মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন মতবিনিময়কালে বলেন, সকল প্রাকৃতিক জলাশয় মৎস্য সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ। এর পাশাপাশি বর্তমান গণতান্ত্রিকও মৎস্যবান্ধব সরকারের আন্তরিক পৃষ্ঠপোষকতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সাম্প্রতিক সময়ে এ উপজেলার চাষকৃত মৎস্য সম্পদের সমৃদ্ধি উল্লেখযোগ্য হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/এএ