জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, জেলায় গত অর্থ বছরে মাছ উৎপাদন হয় ৬২ হাজার ৭৭০ মেট্রিক টন। আর চাহিদা রয়েছে ৬৮ হাজার ১০০ মেট্রিক টন (দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম হিসাবে)।
এতে ঘাটতি রয়েছে ৫ হাজার ৩৩০ মেট্রিক টন। মৎস্য বিভাগের বিভিন্ন পদের জনবল সংকটও রয়েছে। তবে টেকসই পদক্ষেপ নেওয়া হলে মৎস্য উৎপাদনে চাহিদা পূরণের পাশাপাশি অন্যত্র সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই