'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদিল্লাহ। ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, ভোলা জেলায় মাছের চাহিদার চেয়ে প্রায় দেড় লাখ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন হয়।
তিনি জানান, জেলায় মাছের চাহিদা ৫২ হাজার ৪৫ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয়েছে ২ লাখ ২৪ হাজার ৩৫৭ মেট্রিক টন। চাহিদার চেয়ে বেশি থাকে ১ লাখ ৭২ হাজার ৩১২ মেট্রিক টন। ২০২০-২১ অর্থ বছরে জেলায় ইলিশের উৎপাদন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন। এছাড়াও তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচির পাশাপাশি ভোলার মৎস্য সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ