রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তর। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন।
এসময় রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপক লে. কমান্ডার মো. তৌহিদুল ইসলাম ও রাঙামাটি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রকৃতি প্রজনন বৃদ্ধিসহ নতুন মাছ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে জেলা মৎস্য উন্নয়ন অধিদপ্তর। তিনি আরও বলেন, আগামী ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্য সপ্তাহ চলমান থাকবে। এর আওতায় দরিদ্র জেলেদেরও সাবলম্বী করতে গবাদি পশুও বিতরণ করা হবে। শুধু তাই নয় কাপ্তাই হ্রদে মৎস্য প্রজননের লক্ষে নানা কর্মসূচি ও প্রচারণা চলমান থাকবে। এসময় তিনি দেশের মিঠা পানির মৎস্য ভান্ডার সংরক্ষণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল