ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাঁচটি বড় মহিষ পানিতে সাঁতরে আসার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের পশ্চিম পাড়ায় গরুগুলো সাঁতার কেটে উঠে আসে। পানিতে মহিষ সাঁতরে আসার খবর শুনে গ্রামের শত শত মানুষ মহিষ দেখতে ভিড় করেন।
পরমানন্দপুর গ্রামের বাসিন্দা হান্নান ভুইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় মহিষগুলো সাঁতরে এসে আমাদের গ্রামে এসে ওঠে। শনিবারেও মালিকের সন্ধান পাওয়া যায়নি। মহিষগুলো পরমানন্দপুর পশ্চিম পাড়ার বশির মিয়া ও ইউপি সদস্য সুজন আহমেদের জিম্মায় আছে।
একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুজন আহমেদ বলেন, বিভিন্ন জায়গায় আমরা ফোনে যোগাযোগ করেছি। এখনো মালিক খুঁজে পাইনি। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে মহিষগুলো মালিককে ফেরত দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, মহিষগুলো পাশের জেলা কিশোরগঞ্জের ভৈরব এলাকার কোনো চর থেকে মেঘনা নদী সাঁতরে পথ ভুলে এখানে এসেছে।
এ বিষয়ে সরাইল থানার এসআই বাবুল আহমেদ বলেন, মহিষগুলো সম্পর্কে ওসি ও ইউপি চেয়ারম্যানসহ আমরা অবগত আছি। বিভিন্ন থানায় মহিষের মালিকের সন্ধানে মেসেজ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই