বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি দিনাজপুরের শেখপুরা ইউপির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। র্যালিটি শেখপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে স্বপ্নীল শিশু ফোরাম এর আয়োজনে এবং শেখপুরা ইউনিয়ন পরিষদ ও দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কল্পে আলোচনা সভা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সাইকেল র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন, ইউপি সদস্য মো. আজমাদ আলী, ইউপি সদস্য রিণা রানী রায়, মোসা. রশিদা পারভিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল