ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে আরিয়ান (১৯) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে আশুগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা। তিনি আশুগঞ্জের স্থানীয় একটি বেকারিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে সহকর্মীদের সাথে মেঘনা নদীর ঘাটে গোসল করতে নামে আরিয়ান। মুহূর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যায়। পরে সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি।
বিডি প্রতিদিন/এমআই