চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগের আয়োজনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: জালাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: তাজুল ইসলাম প্রমুখ। এসময় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ