জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, সদর উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, মো. ইয়ামীন আলী, আরিফুল ইসলাম, মোল্লা মাসুদুল হক ও সরদার ইনজামুল হক প্রমুখ।
পরে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় বাগেরহাটে বন্ধ হয়ে যাওয়া হ্যাচারি মালিকদের সাথে মতবিনিময় সভা করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই