মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার ফেরত গৃহবধূ আকলিমা হত্যা মামলার আসামি নিহতের স্বামী পারভেজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পারভেজ মিয়ার চাঁদপুরের কচুয়া উপজেলার চক্রা গ্রামের বাচ্ছু মিয়া ছেলে।
পারভেজকে শুক্রবার (২২ জুলাই) রাতে কুমিল্লা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এর আগে, উপজেলাধীন ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে আকলিমার লাশ গত সোমবার (১৮ জুলাই) তার শয়ন ঘরের বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। এসময় লাশের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করেছিল পুলিশ।
এ ঘটনায় গত ১৯ জুলাই আকলিমার পিতা আবুল কাশেস বাদী হয়ে পারভেজকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আকলিমা গত ১৫ জুলাই কাতার থেকে দেশে আসে। দেশে আসার পর বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাইলে তা নিয়ে প্রায়ই তার স্বামীর সঙ্গে ঝগড়া হতো।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আসামি পারভেজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ