ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোপা আমন মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১২শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মুন্সি তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (পি.পি) শারমিন জুঁই প্রমুখ।
অনুষ্ঠানে প্রতি কৃষকের মধ্যে ৫ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর