গাজীপুরে প্রযুক্তি নির্ভর মাছ চাষের ফলে মাছের উৎপাদন বাড়লেও এখনো মাছের ঘাটতি রয়েছে ৪ হাজার ৮৫৮ মেট্রিক টন। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা মৎস কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান।
জেলা মৎস কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান বলেন, প্রযুক্তি নির্ভর মাছ চাষের ফলে মাছের উৎপাদন বাড়ছে। গাজীপুরে প্রতিবছর মাছের চাহিদা ৬০ হাজার ৩১২ মেট্রিক টন আর মোট উৎপাদন হচ্ছে ৫৫ হাজার ৪৫৪ মেট্রিক টন মাছ। এর মধ্যে বদ্ধ জলাশয়ে উৎপাদন হয় ৩৫ হাজার ৮৪৩ মেট্রিক টন এবং পুকুরে উৎপাদন হয় ২৬ হাজার ৪৯০ মেট্রিক টন।
তিনি গাজীপুরে মাছের ঘাটতির প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত শিল্পায়ন ও শিল্পবর্জ্য জেলার নদ-নদীসহ প্রাকৃতিক জলাশয় গুলোতে ভরাট ও দুষনের মাধ্যমে বিনষ্ট করাকে দায়ি করেন। দুষনের ফলে মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণ ক্ষেত্র দিন দিন কমে যাওয়ায় প্রাকৃতিক মাছ উৎপাদন কমে যাচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি জানান, জেলার সকল জলাশয় দূষনমুক্ত করা এবং দখল হয়ে যাওয়া পুকুরগুলো উদ্ধারের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। শিগগিরই এর সুফল গাজীপুরের জন পাবে বলে তিনি আশ্বস্ত করেন। সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম