মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণধর্ষণ মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমরান খান, এসআই বিল্লাল শেখ, এসআই মাসুদ, এএসআই ইমরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজদিখান থানার মামলার ৪ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন বাধন (২২) পিতা মৃত মনির, পাভেল (৩২) পিতা গফুর, সোহেল কাল (২৮) পিতা আনোয়ার কাল, সর্বসাং মধ্যপাড়া, মোস্তকিন (২৬) পিতা রাজন তালুকদার গ্রাম করারবাগ লৌহজং।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৪ জন আসামীকে গ্রেফতার করি। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ