শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে শরীয়তপুর-চাঁদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক বরিশালে যাওয়ার পথে সেতুতে উঠলে পাটাতন ভেঙে আটকে যায়। এ কারণে ওই সড়কে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুর রহমান বলেন, মহিষার এলাকার জাজিহার বেইলি সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এর পাশ দিয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি দিয়ে পাঁচ টনের বেশি ওজন বহনকারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। আজ ভোরে রডবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুর উত্তর পাশের দুটি ক্লামসহ পাটাতন খুলে পড়ে যায়। এতে করে ট্রাকটি আটকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতিদিন এই সড়কে অন্তত তিন হাজার যানবাহন চলাচল করে জানিয়ে ভূঁইয়া রেদোয়ানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে ট্রাকটি অপসারণ করে সেতু মেরামতের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এটি মেরামতে আরও ১০-১৫ ঘণ্টা লাগতে পারে।
এদিকে সেতুর পাটাতন ভেঙে পড়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন বিকল্প পথে ডামুড্যা, কার্তিকপুর সড়ক হয়ে চলাচল করতে নির্দেশনা দিয়েছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।
ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেতুটি মেরামতে কিছুটা সময় লাগতে পারে। তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই