নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের চেয়ে বর্তমানে কোনো দেশ ভালো নেই। শেখ হাসিনার যে জীবন এবং জীবিকার দর্শন চিন্তা সেটা গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বের কারণে এ দেশের মানুষ ভালো আছে এবং সুখে আছে।
শনিবার বিকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের একটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
বিরল ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সাইফুল ইমলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম