বরগুনার বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার বিকেল ৫টায় এটি অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী এটি পালিত হবে।
মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গাফফার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মহসিন খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. মিজানুর রহমান মজনু, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি শাহাদাত হোসেন মুন্না, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. সুজন ও শিশু সাংবাদিক খায়রুল ইসলাম মুন্না।
বিডি প্রতিদিন/এমআই