ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত ওই ছাত্রের নাম দেব সাহা (১৪)। সে পৌর সদরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন মানসী বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী নরেন সাহার ছেলে এবং স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেব সাহা আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডা. শারমিন জাহান টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএ