গাজীপুরের শ্রীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।
তিনি জানান, ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ ক্রসিংয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ