নীলফামারীর জলঢাকা উপজেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৪ সালে। ত্রি-বার্ষিক ওই কমিটি অতিবাহিত করেছে দীর্ঘ ১৮ বছর। দীর্ঘ সময়েও কমিটি না হওয়ায় স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। সে স্থবিরতা কাটাতে ৩০ জুলাই আহ্বান করা হয়েছে সম্মেলনের। ওই সম্মেলন ঘিরে সরব হয়েছেন নেতা-কর্মীরা। সেই সাথে উপজেলার অলিগলি পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে।
শীর্ষ দুটি পদের লড়াইয়ে ছাত্রলীগের প্রাক্তন নেতারা জোরেশোরে মাঠে নেমেছেন। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আনছার আলী মিন্টু সভাপতি এবং সহীদ হোসেন রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আনছার আলী মিন্টু পদ হারান। সেই থেকে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা দায়িত্ব পালন করে আসছেন।
সম্মেলনের মাধ্যমে দল আরও গতিশীল, শক্তিশালী হবে এবং যোগ্য-ত্যাগী ও বঙ্গবন্ধুর প্রকৃত কর্মীদের মূল্যায়ন হবে এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূল নেতারা।
২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোনা মিয়া বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের প্রিয় এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠনমুখী মানুষ। তার হাতে নেতৃত্ব থাকলে সকলকে সাথে নিয়েই একটি ঐক্যের ভিত্তিতে শক্তিশালী সংগঠন তৈরি হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী বা দলকে জয়যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ কর্মী জানান, ‘এতদিন সম্মেলন হয়নি। অনেক ত্যাগী নেতা পিছনে পড়ে আছেন। নিয়মিত সম্মেলন হলে এ রকম হতো না। আমরা চাই নেতৃত্ব তৈরি হোক। ত্যাগীরা মূল্যায়ন পাক। নিয়মিত সম্মেলন না হওয়ায় নেতাদের সাথে কর্মীদের দূরত্ব বেড়েছে। যেটি এখনো রয়েছে।’
জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। এর মধ্যে রয়েছেন ৮০এর দশকের ছাত্রলীগ নেতা বর্তমান জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এ. কে. আজাদ, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. সারোয়ার হোসেন ছাদের।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটি নতুন নেতৃত্ব, একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হবে; এটাই প্রত্যাশা করি।’
বিডি প্রতিদিন/ফারজানা