‘নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে ভালুকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন প্রমুখ।
আলোচনা সভায় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু থানা পুলিশকে মুরগীর লিটারবাহী গাড়ি আটকের নির্দেশ দেন ও স্থানীয় মৎস্য চাষিদের সরকারি রাস্তাকে ফিশারির পাড় হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর