সিরাজগঞ্জের ছোনগাছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ছোনগাছা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে জামাল শেখের পাইকারি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন আশেপাশের আরও ৫টি দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল ওষুধ, হোমিওপ্যাথি চেম্বার, চিনি, গুড় ও গো খাদ্যের দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, ৬টি দোকানের প্রায় ৮০ লাখ টাকার মতো মালামালের ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর