চুয়াডাঙ্গার জীবননগরে অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পেয়ারাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফয়সাল পাশের লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি ওই রাইচ মিলে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে ফয়সাল হোসেন রাইস্মিলের একটি পুরাতন বয়লার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যায় ফয়সাল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, বয়লার বিস্ফোরণে শ্রমিকের মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ