শেরপুরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি'র আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সমষ্টির জেলা সমন্বয়কারি হাকিম বাবুলসহ নাগরিকরা।শোভাযাত্রায় বক্তারা বলেন, জাতিসংঘ আজকের দিনকে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষনা দেয়। এ দিবসের মূল প্রস্তাবক বাংলাদেশ। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সমষ্টি গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ