বগুড়ার গাবতলীতে কলেজ পরিচালনা পর্ষদ গঠন নিয়ে বিরোধের জের ধরে পথ আটকিয়ে এক কলেজ অধ্যক্ষকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ওই অধ্যক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মারধরের শিকার রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সোমবার সকালে তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নামা দাঁড়াইল নামক স্থানে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে স্থানীয় কিছু ব্যক্তি। তারা ওই শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন।
অধ্যক্ষ রস্তম আলী জানান, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২০/২৫ জন তাকে ঘিরে নিয়ে মারধর করেন। কলেজের পরিচালনা পর্ষদ কেন গঠন করা হচ্ছে না, সেটা নিয়েই তাকে মারধর করা হয়।
তিনি বলেন, মাত্র ২ মাস ২৫ দিন আগে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। এখনো সেই কমিটির মেয়াদ আছে সাড়ে ৩ মাস। সেই মেয়াদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কিন্তু তারা এখনই কমিটি চায়। এতে অপারগতা প্রকাশ করলেই মারধর করে।
যোগাযোগ করা হলে অ্যাডহক কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা প্রকাশ্যে পথ আটকিয়ে একজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত নজরুল ইসলাম খান বলেন, আমাদের বাড়ির পাশে কলেজ। কিন্তু আমাদের কোনো কিছু না জানিয়ে অধ্যক্ষ নিজের পছন্দে অ্যাডহক কমিটি করে এনেছে। এখন তাকে পূর্ণাঙ্গ কমিটির কথা বললে টালবাহনা করছে। এ নিয়ে যেন কোনো বিক্ষোভ না হয়, সেই কৌশল করতেই তিনি মিথ্যা অভিযোগ করছেন। সোমবারে ওই এলাকায় কোনো মারধর হয়নি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অধ্যক্ষ ওই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই