প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঔষধি বৃক্ষ নিমের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ নিম ফাউন্ডেশন-ঢাকার সার্বিক সহযোগিতায় শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১টি করে নিম গাছের চারা বিতরণ করা হয়। পরে ভেষজ বিজ্ঞানী ড. মো. আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) কে সংবর্ধনা দেওয়া হয়। এতে স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভেষজ বিজ্ঞানী ড. মো. আব্দুল হাকিম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহাদত হেসেন, জেলা আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি মো. হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম