দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী নামে এক রিক্সা ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রীসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
নিহত রিক্সা ভ্যান চালক আফসার আলী(৬৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা এলুয়ারী ইউপির পশ্চিম খাজাপুর গ্রামের মৃত শজিম উদ্দিনের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বেজাই মোড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রিক্সা ভ্যান চালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুরের বীরগঞ্জের ভিক্টোরী প্লাস শিক্ষা সহযোগিতা কেন্দ্রের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছুক পরীক্ষার্থীদের বহনকারী রাজশাহীগামী বাসের সাথে রিক্সা ভ্যানটির ধাক্কা লাগে। এসময় পরীক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী রাত্রীকালিন বাস এর সাথে সংঘর্ষ ঘটে। এতে স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০-৪৫ জন পরীক্ষার্থী ও অপর বাসের ৯ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়া রিক্সা ভ্যান চালক আফসার আলীকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আমবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ভার্সিটি ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ভ্যান চালক আফসার আলীকে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া পথে মৃত্যু ঘটেছে।
বিডি প্রতিদিন/এএম