ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে লাবিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব উপজেলার নিশিন্দা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে নায়েব আলী ফরাজীর মৎস্য খামারে শিশুটি পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে ফিসারিতে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই