চা চাষিদের কাঁচা চা পাতা ন্যায্যমূল্যে না কেনার অপরাধে পঞ্চগড়ের দুই চা ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার বিকেলে মৈত্রী টি ফ্যাক্টরি ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ফ্যাক্টরিকে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।
তিনি জানান, কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটি প্রতিকেজি কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করেছে ১৮ টাকা। কিন্তু এই দুই ফ্যাক্টরি নির্ধারিত মূল্যের থেকে কম দামে কাঁচা চা পাতা ক্রয় করছিলো। চা চাষিদের অভিযোগের প্রেক্ষিতে এই দুই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন অনুযায়ী এই দুই কারখানাকে ১১ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। উল্লেখ্য কাঁচা চা পাতার নায্য মূল্যের দাবিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন করছে চা চাষিরা। এর প্রেক্ষিতে গত ১৮ মে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করেন জেলা প্রশাসক ও কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটির সভাপতি জহুরুল ইসলাম।
চা চাষিদের অভিযোগ চা কারখানা মালিকরা সিন্ডিকেট করে মূল্য নির্ধারন কমিটির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ১২ টাকা দরে চা পাতা ক্রয় করেন। এতে চাষিরা ক্রমাগত লোকশান করে চরম বিপাকে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। কারখানা কর্তৃপক্ষকে নির্ধারিত দামে কাঁচা চা পাতা কেনার আহ্বান জানান তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ।
বিডি প্রতিদিন/হিমেল