কক্সবাজারের টেকনাফের নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২৫ কোটি ৮৯ লাখ ৪০ টাকার মূল্যের ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ কেজি কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
রবিবার দুপুরে পৌনে ১টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ২ বিজিবির উপ অধিনায়ক মেজর মো. লতিফুল বারী, ২ বিজিবির অপস অফিসার লেফটেন্যান্ট মোঃ মুহতাসিম বিল্লাহ (শাকিল)।২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ বরাবর নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
এমন তথ্যে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর লতিফুল বারী নেতৃত্বে সদর ও দমদমিয়া বিওপি দুটি বিশেষ টহলদল বর্ণিত দ্বীপে অবস্থান নেয়। ভোরে ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যলন্তরে আসতে দেখে। ঐ ব্যক্তিরা জালিয়ারদ্বীপে আসলে টহলদল তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে নৌকা থেকে লাফ দিয়ে নাফনদীতে সাঁতরে মিয়ানমারের অভ্যতরে পালিয়ে যায়।পরে নৌকাটি তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনের নিচ থেকে জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর লুকায়িত অবস্থায় ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ৪০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এএ