খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।
রবিবার শহরের আদালত সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই