তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির শহিদুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ।
বিডি প্রতিদিন/এমআই