নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ মুস্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় মুস্তার আলীকে আহত করার পর রবিবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মুস্তার আলী দিঘলিয়া গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মিজানুর রহমানকে দিনমজুর হিসেবে কাজ করার জন্য বন্দোবস্ত করেন সৈয়দ মুস্তার আলী। মিজানুর সৈয়দ মুস্তার আলীর কাজ না করে অন্যত্র কাজে যাওয়ায় শনিবার (৩০ জুলাই) সকালের দিকে দু’জনের মাঝে বাগ-বিতন্ডা ও কথা কাটাকাটি হয়। এদিন সন্ধ্যার দিকে সৈয়দ মুস্তার আলী ও তার ছেলে ইসমাইল বাইরে থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ওৎ পেতে থাকা মিজানুর ও তার সহযোগি ইমন পিতা-পুত্রের ওপর লাঠি-শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সৈয়দ মুস্তার আলী ও তার ছেলে ইসমাইল আহত হন। দু’জনকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সৈয়দ মুস্তার আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোহাগড়া থানার ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম