রংপুর র্যাব- ১৩ অভিযান চালিয়ে ট্রেনে করে অর্ধকোটি টাকার হেরোইন পাচারের সময় সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল রাজশাহী গোদাগাড়ী উপজেলার রামনগর ডাঙ্গাপাড়ার রাহিমা খাতুন (২৫) ও চাপাইনবাবগঞ্জ রানীনগরের হুমায়ুন কবির (৪৮)। রবিবার র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে জেলার ফুলবাড়ী রেলস্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনে করে পরিবহন করা রাহিমা ও হুমায়ুনের কাছ থেকে ৬০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় পাবর্তীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে রাহিমা ও হুমায়ুনের বিরুদ্ধে একটি মাদক মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএ