মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা কৃষক লীগ।
সোমবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পরে মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটির আছিয়া খাতুন মেমোরিয়াল রক্ত দান কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে ৩০জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন