কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন