সারাদেশে ভয়াবহ লোডশেডিং, জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার, ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলি বর্ষণ ও হত্যার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভালুকা সরকারী কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে কলেজ গেইটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম আলী রাজ, সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম ও রিটন হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. তোফায়েল আকন্দ, মো. আশিকুর রহমান, মো. কামরুজ্জামান, সাব্বির খান মিতুল, সাগর মিয়া, নুরে আলম সিয়াম, শাহারিয়ার হাসান ইমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        