নোয়াখালীর সুধারামে ধর্মপুর ইউনিয়নে পূর্ব শুল্লুকিয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নাছিরের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ হোরনের নেতৃত্বে আবু কালাম, সালাউদ্দিন, আলাউদ্দিন ও সাদ্দাম। এ সময় তাদের হামলায় শিমুল আক্তার (২৫), নাছেরসহ (৩০) ৪ জন আহত হয়েছে।
এ ঘটনায় সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার কয়েকদিন পরেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
অপর দিকে প্রতিপক্ষ হোরনের মেয়েরা জানান, আমরা এই সম্পত্তির মালিক। আমার বাবা এটা ফারুক মেম্বার থেকে কিনেছে। আমাদের কাগজপত্র আছে। বরং তারা আমার বাবাকে মারধর করেছে। এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা রহমান ও হেলাল জানান, নাছের ও তার ভাইয়ের পরিবার ভোলা থেকে এসেছে। তারা নদী ভাঙ্গা লোক। এই জমি কিনে বসত বাড়ি করেছে এবং দখলেও রয়েছে। কিন্তু সাবেক মেম্বার ফারুক থেকে বন্দোবস্তের শর্ত ভঙ্গ করে কিভাবে তারা কিনে। এ ব্যাপারে ফারুক মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এজন্য বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি. মেম্বার আবু তাহের জানান, আমরা বিষয়টি সমাধান করার জন্য বারবার চেষ্টা করেছি। তারা একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে মামলা করেছে। তবুও আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর