কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ২১ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করছে কোস্টগার্ড। মঙ্গলবার (২ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশখালীর কুতুবঝুম পশ্চিম পাড়ার ফরিদ আলম (২৮), আবুল কাসেম (৪০), জসিম উদ্দিন (১৯), সলিমুল্লাহ (২৮), আমানউল্লাহ (৪০), সোহেল উদ্দিন (২২) ও নিজাম উদ্দিন (৩৫)। টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বিসিজি স্টেশনের সেন্টমার্টিন কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার সৈয়দ আশিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশি মাছ ধরার নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু সেটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে ধাওয়া দিয়ে আটক করে। পরবর্তীতে নৌকাটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে ২১ হাজার ইয়াবা জব্দ ও সাত পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটককৃত সাতজনকে পরবর্তী টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ