রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের টহল বেড়েছে। মঙ্গলবার রাতে বালিয়াকান্দির বিভিন্ন রাস্তাগুলোতে ঘুরে বাড়তি পুলিশের টহল চোখে পড়েছে। বালিয়াকান্দি উপজেলাতেই নামানো হয়েছে পুলিশের চারটি টহল টিম। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো মনিটরিং করছেন খোদ জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
পুলিশ জানায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রায়পুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে রাখে একটি চক্র। সেই পানি পানেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সকল সদস্য। এই সুযোগে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায় ৫-৬ জনের একটি চক্রটি। এরপর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। চক্রটিকে ধরাসহ সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। রাতে অপরিচতি কারো সাথে কথা বলার দরকার নেই। সবার সাথে দূরত্ব বাজায় রেখে কথা বলার পরামর্শ। রাতে হঠাৎ করে টিউবওয়েলের পানি পান করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন তিনি। তিনি বলেন, সন্ধ্যার পর কলসিতে অথবা বোতলে করে পানি ঘরে রেখে সেটি পান করুন। সকালে ঘুম থেকে উঠে টিউবওয়েল থেকে বেশ কিছু পানি চেপে ফেলে দিয়ে পান করার পরামর্শের পাশাপাশি বড় বড় বাজারগুলোতে নিজস্ব পাহারার ব্যবস্থার পরামর্শ প্রদান করেন তিনি।
মঙ্গলবার মাঝরাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দায়িত্ব পালন করতে দেখা যায় উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলামকে। তিনি বলেন, আমরা ছাড়াও আরও তিনটি টিম দায়িত্ব পালন করছেন। আমাদের পুলিশ সুপার স্যার আমাদের দায়িত্ব তদারকি করছেন।
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া বলেন, বালিয়াকান্দির উপজেলার বড় বড় বাজারে নিজস্ব পদ্ধতিতে পাহারার ব্যবস্থা করা প্রয়োজন। বাজারের সড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপনা করা প্রয়োজন। কোটি কোটি টাকার ব্যবসায়ীদের নিজস্ব নিরাপত্তার জন্য এগুলো করা প্রয়োজন। তিনি বলেন, রাজবাড়ীর পুলিশ সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করছে।
বিডি প্রতিদিন/হিমেল