রাঙামাটি জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শিশির বিন্দু চাকমার পদত্যাগপত্র প্রত্যাহার করেছে জেলা বিএনপির নেতারা। উল্টো স্বপদে বহাল থেকে সংগঠনের দায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করার নিদের্শ দিয়েছে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার।
তিনি বলেন, অভিমান থাকবে কিন্তু দল ছাড়া যাবে না। আমরা ত্যাগী নেতাদের মূল্যায়ন করি। জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শিশির বিন্দু চাকমাও দীর্ঘ বছর ধরে দলের জন্য কাজ করেছেন। অনেক শ্রম দিয়েছেন। তাই তার অভিমানকে আমলে নিয়ে তাকে আবারও স্বপদে বহাল রাখা হয়েছে। দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ।
এ ব্যাপারে রাঙামাটি জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শিশির বিন্দু চাকমা বলেন, গত ২৩ জুলাই আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমি এখনো দলকে ভালবাসী। তারাও চান না আমি চলে যাই। তাই জেলা বিএনপির নেতৃবৃন্দ আমার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল