বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রহমত আলী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, তুহিন ইসলাম, ইমরান, রফিকুল সরদার, আতিয়ার রহমান (আতি), সোহেল রানা, হাবিবুর রহমান, আমিন আউলিয়া (৩৪), তাজউদ্দিন আহম্মেদ শরিফ, মোরশেদ আলী ও সাদেকুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করে ১৪জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল