ফরিদপুরে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোস্তফা শেখ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মোস্তফা শেখের বিরুদ্ধে তার বন্ধু আকাশকে খুনের মামলা রয়েছে।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ৩০ জুলাই মোবাইল ফোন নিয়ে তর্কের জেরে খুন হয় আকাশ। এ খুনের সাথে জড়িত ছিল মোস্তফা শেখ। খুনের ঘটনার পর সে পলাতক ছিল।
কোতয়ালী থানা পুলিশ মঙ্গলবার রাত ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মোস্তফা শেখ অম্বিকাপুর ইউনিয়নের আব্দুস সালাম শেখের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল