চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় দামুড়হুদা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক আহাদ আলীর পিতা সরজত আলী মন্ডল (৬৮) মারা গেছেন। বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কুড়ালগাছি আনন্দবাজার এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, ‘সড়ক দুর্ঘটনায় আহত সরজত আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবার লাশ নিয়ে গেছে। তাদের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে’।
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চাইলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/ফারজানা