জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৩২ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হিচমি-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
নিহত আইয়ুব আলী জেলার কালাই উপজেলার পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, আইয়ুব আলী নিজের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য জয়পুরহাট আদালতে যাচ্ছিলেন। পথে হিচমি-হিলি বাইপাস সড়কে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আইয়ুব । তার লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল