‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন দিনাজপুরের আয়োজনে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মায়ের বুকের শাল দুধ হলো শিশুর রোগ প্রতিরোধ করার প্রথম টিকা। প্রতিটি সন্তান তার মায়ের বুকের দুধ পান করার অধিকার আছে। বর্তমানে আধুনিকতার কারণে সেই অধিকার থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে। তাই প্রতিটি মায়ের উচিত জন্মের পর তার শিশুকে বুকের দুধ খাওয়ানো। সুস্থ জাতি গঠনে সুস্থ সন্তান গড়ে তুলতে মায়ের যথেষ্ট ভূমিকা রয়েছে।
সভায় দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফজলুর রহমান। আলোচক ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরোজউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মমিনুল করিম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই