লক্ষ্মীপুরের কমলনগরে আমন ধানের বীজতলায় পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউছুফ (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ইউছুফ চর কাদিরা ইউনিয়নের চেরাং বাড়ির ছায়েদুল হক এর ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ক্ষেতে ধানের চারা রোপণ করার জন্য পানির পাম্প বসান ইউসুফ। সকালে ওই পাম্পের ক্যাবল সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পষ্ট হন। তাকে উদ্ধার করে কমলনগর উপজেলার করইতোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম