ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পদ বঞ্চিতরা। বুধবার দুপুর ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করে নতুন কমিটিতে জায়গা না পাওয়া নেতাকর্মীরা।
পরে তারা ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম তুহিন, সাবেক সদস্য মো. জাকির হোসেন মিয়াজি, মো. রাকিব হাসান, মাকসুদুর রহমান ও রাছেল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, গঠনতন্ত্র পরিপন্থী ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এটাকে পকেট কমিটি আখ্যা দিয়ে তারা বলেন, ওই কমিটিতে মাত্র ২/৩ জন ছাড়া কোনো ত্যাগী, নির্যাতিত ও নিপীড়িত কর্মী নেই। অযোগ্য ও হাইব্রিডদের দিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। দ্রুত ওই কমিটি বাতিল করে নতুন করে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৪ জুলাই আবু সায়েমকে সভাপতি এবং আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই